কষ্ট আমার ডানা মেলে

কষ্ট (জুন ২০১১)

মোঃ আক্তারুজ্জামান
  • ৬৯
  • 0
  • ৩১
আজ কত দুরে, তুমি আজ কত দুরে-
বিজয়া দশমীর রাতে পাড়ার রংচটা মাইকে
জগন্ময় মিত্র আগের মতই এখনো গায়
কষ্ট ভরা সেই চির চেনা তাল, লয়, সুরে|
আঙ্গিনার শেফালী তলে আমি আজও দাঁড়াই
মেঘে ঢাকা জোত্স্না গায়ে মাখি আর খুজি
দূর ছাই! ফুল নয়- তপতীর খোপার মাতাল গন্ধ
আমার দুচোখ থেকেই আজ ফুল ঝরে- স্মৃতিতে হারাই!
মনে পড়ে? খেজুর পাতার পাটি পর বসা ছিলাম আমি-
সাথে ছিল পদার্থ, রসায়ন ছিল প্রিয় দেবদাস
`অলখে আসিয়া' মাথার পর ছিটিয়ে দিলে ঠান্ডা পানি
কে রে? ঝর্ণা হয়ে ছুটে যেতে যেতে বললে- এই আমি!
`ভুলো না আমায়' রুমালটা ফেরত নিয়ে গেলে
হাসতে হাসতে কত সহজে বলে গেলে- সব ভুলে যেও!
তুমি যা চেয়েছো তার সবটুকুই পেয়েছো, হয়ে গেছো- তপতী চৌধুরানী
আর আমি হয়েছি (বনফুলের) হারান বসুর ছেলে নবীন বসু কেরাণী!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান @ সেলিনা ইসলাম- আপনার জীবনটিও শুভময় হয়ে উঠুক এই কামনা করি|
মোঃ আক্তারুজ্জামান @ ম্যারিনা নাসরিন সীমা- 'আমি উড়ে বেড়াই, আমি ঘুরে বেড়াই সারা দিন মান ক্ষণ রোদে পুড়ে বেড়াই' এই ছন্ন ছাড়ার কবিতা তো একটু এলোমেলো হবেই........ হা হা হা.
সেলিনা ইসলাম "অদূরে নিবিড় ঝাউবনে যে কালো ঘিরেছে নীরবতা, চোখ তারই দীর্ঘায়িত পথে অস্পষ্ট ভাষায় কয় কথা। "--কবি সুকান্ত ভট্টাচার্য এর "সহসা"কবিতার চারটি লাইন আপনার কবিতাকে উপহার দিলাম । আপনার কবিতায় দীর্ঘশ্বাসের গভীরতা অনুমেয় ... ভাল লেগেছে । শুভ কামনা ।
ম্যারিনা নাসরিন সীমা একটু এলোমেলো ,তবে ভাল । সামনে আরও ভাল হবে আশা রাখি , শুভকামনা !
মোঃ আক্তারুজ্জামান ধন্যবাদ ভাই, হোসেন মোশাররফ|
হোসেন মোশাররফ জগন্ময় মিত্রের জনপ্রিয় গান দিয়ে আপনার কবিতার শুরু আর শেষ করেছেন বনফুলের হারান বসুর ছেলে নবীন বসু কেরানিকে দিয়ে / মাঝে রেখেছেন রসায়ন দেবদাসের .......ভালই করেছেন (লিখেছেন ) / এ অবস্থায় এ ছাড়া আর উপায় বা কি ছিল নবীন বসুর |
মোঃ আক্তারুজ্জামান @ জুনাইদ আল হাবিব- আপনাকে অনেক অনেক ধন্যবাদ|
মোঃ আক্তারুজ্জামান আশা- আপনি দেরীতে এলেও আমার খুশির কিন্তু কোনো শেষ নেই| অনেক অনেক ধন্যবাদ|
আশা হায়রে কপাল! এত দারুণ একটা কবিতা এতদিন পড়া হয়নি। অনেক অনেক ভালো লাগল ভাইয়া। আমার প্রিয়তে যোগ করলাম।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪